সিদীপে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপন

সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) ১৭ মার্চ, ২০২৪ যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপন করেছে। এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সিদীপের প্রধান কার্যালয় এবং শাখা অফিসসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং র্সূযাস্তের আগে তা নামিয়ে রাখা হয়। প্রধান কার্যালয় এবং মাঠ পর্যায়ের কর্মীগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, র‌্যালির আয়োজন করেন। দিবসটি উপলক্ষ্যে দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। ১৭ মার্চ সকাল সাড়ে আটটায় সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদার নেতৃত্বে একটি র‌্যালির আয়োজন করা হয়। সকাল নয়টায় ধানমণ্ডি ৩২ নম্বরের কাছাকাছি র‌্যালিটি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নেতৃত্বে সব এনজিও’র অংশগ্রহণে সমন্বিত র‌্যালিতে  অংশ নেয় এবং সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদার নেতৃত্বে সিদীপ প্রতিনিধি দল ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। এক পর্যায়ে এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব মো. ফসিউল্লাহ্ সিদীপের র‌্যালিতে শরিক হন। মাঠ পর্যায়ের কর্মীগণ স্থানীয় প্রশাসন নির্দেশিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ব্রাহ্মণবাড়িয়ায় এমআরএ’র ফোকাল পারসন হিসেবে দায়িত্বরত সিদীপের ডিস্ট্রিক্ট ম্যানেজার খন্দকার শফিকুল ইসলামের নেতৃত্বে এমআরএ’র সনদপ্রাপ্ত অন্যান্য এনজিও’র প্রতিনিধিগণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।   

এ উপলক্ষ্যে ১৪ মার্চ বেলা তিনটায় সিদীপের প্রধান কার্যালয়ের মোহাম্মদ ইয়াহিয়া অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সিদীপ পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব শাহজাহান ভুঁইয়া, সিদীপের নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদাসহ প্রধান কার্যালয়ের সকল কর্মী এতে অংশ নেন। বঙ্গবন্ধুর জীবনের মাহাত্ম্য তুলে ধরে মনোজ্ঞ আলোচনা করেন জনাব শাহজাহান ভুঁইয়া। এরপর বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল আয়োজন করা হয়।

মাঠ পর্যায়ের শাখা অফিসসমূহে সুবিধাজনক সময়ে প্রতিষ্ঠানের কর্মী ও গ্রাহকদের সমন্বয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। এ উপলক্ষে সিদীপ বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি প্রদান করে। এদিন মনোরম আলোকসজ্জা ও ব্যানার প্রদর্শন করা হয়। এ ছাড়া প্রতিষ্ঠানের কর্মীদের সন্তানদের জন্য রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিনামূল্যে গরিব ও অসহায়দের চিকিৎসাসেবা, অন্যান্য স্বাস্থ্যসেবা বিনামূল্যে ওষুধ ও মানবিক সাহায্য প্রদান করা হয়। উপলক্ষে সিদীপ ওয়েবসাইটে দিবসটির প্রথম লগ্ন থেকে ব্যানার প্রদর্শন করা হয় এবং দিবসটি পালনের সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয়।