সিদীপে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) ১৭ মার্চ, ২০২৩ যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে। এ উপলক্ষে ১৬ মার্চ বিকেল তিনটায় প্রধান কার্যালয় সিদীপ ভবনের সম্মেলনকেন্দ্রে আয়োজন কর হয় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নির্বাহী পরিচালক জনাব মিফতা নাঈম হুদা, পরিচালক (ফাইন্যান্স এন্ড ডিজিটাইজেশন) জনাব এস. . আহাদ এবং পরিচালক ( প্রোগ্রাম) জনাব . কে. এম. হাবিব উল্লাহ আজাদসহ প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী এতে অংশ নেন। বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ এবং জাতীয় শিশু দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনার পর বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।   দিবসটি উপলক্ষে সঙ্গীত পরিবেশন করেন সিদীপ সাংস্কৃতিক দলের  শিল্পীরা। পরদিন ১৭ মার্চ প্রধান কার্যালয় এবং মাঠ পর্যায়ের সব শাখা অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সূর্যাস্তের সময় তা নামানো হয়। সকালে প্রধান কার্যালয় থেকে সিদীপের একটি প্রতিনিধি দল শোভাযাত্রা করে ধানমণ্ডী ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক নিবেদন করে। সিদীপের মাঠ পর্যায়ের সকল কর্মী স্থানীয় প্রশাসন নির্দেশিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং স্থানীয় প্রশাসন আয়োজিত আলোচনা সভায় অংশ নেন। সুবিধাজনক সময়ে সকল শাখায় দোয়ার আয়োজন করা হয়। সিদীপের শিক্ষা সহায়ত কর্মসূচির সব শিক্ষাকেন্দ্রে  শিক্ষিকাগণ শিশুদের নিয়ে জাতীয়সঙ্গীত পরিবেশন করার পর শিশুদের উদ্দেশে বঙ্গবন্ধুর জীবন এবং জাতীয় শিশু দিবসের ওপর বক্তব্য রাখেন। সব শিক্ষাকেন্দ্রে শিশুদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।